মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

গাজীপুরে দুই যুবককে আটকে রেখে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাকে প্রত্যাহারের আদেশ দেন। তবে এএসআইয়েরে দুই সহযোগী কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যাহার হওয়া এএসআই শাহাদত হোসেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, বাসন থানার এএসআই শাহাদত হোসেনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী আলফাজ হোসেন ও মনির হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে গাজীপুরের মোল্লাপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান তারা। রাত ৯টায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়াল সড়কের কাছে আসলে এএসআই শাহাদত হোসেনসহ দুই কনস্টেবল তাদের মোটরসাইকেল থামান। এ সময় তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র চান শাহাদত। তারা কাগজপত্র না দেখাতে পারলে দেহ তল্লাশিসহ মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারের ভয় দেখান। পরে মামলার ঝামেলা থেকে বাঁচার জন্য তাদের কাছে টাকা দাবি করেন।

এ সময় আলফাজ ও মনিরের পকেট থেকে ছয় হাজার ৮শ’ টাকা বের করে নেন উপস্থিত দুই কনস্টেবল। পরে আরও টাকার জন্য তাদেরকে চাপ দেন। তারা বাড়ি থেকে টাকা আনার জন্য খবর পাঠান। খবর পেয়ে তাদের বাবা ঘটনাস্থলে আসেন। তার কাছ থেকে আরও ছয় হাজার টাকাসহ মোট ১২ হাজার ৮শ’ টাকা নিয়ে দুই যুবককে ছেড়ে দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img