টেস্ট ক্রিকেটের নেতৃত্ব পাওয়ার পর থেকে চেনা ছন্দে নেই অধিনায়ক মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ০, ২, ৬ ও ৫- সর্বশেষ দুই টেস্টে এই ছিল পারফরম্যান্স! অবস্থা এমন যে শুধু ব্যাটিংয়েই নয়, অধিনায়ক হিসেবেও ব্যর্থ হচ্ছেন তিনি। বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মুমিনুল বলেছেন, পারফর্ম না করলে যে কেউ চাপে থাকবে। তিনিও এই মুহূর্তে তেমন পরিস্থিতির মধ্যেই আছেন।
টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে মুমিনুলের রান ১৬৬; গড় ১৪। এই ১২ ইনিংসে দুই অঙ্কের ঘরে মুমিনুল যেতে পেরেছেন মাত্র তিনবার। অন্যদিকে তিনবার রানের খাতা না খুলেই আউট হয়েছেন। এই সময়ে কোনও সেঞ্চুরিও নেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের। নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গাইনুতে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে খেলেছিলেন ৮৮ রানের ইনিংস।
অথচ অধিনায়ক হওয়ার আগে তার ক্যারিয়ার গড় ছিল প্রায় ৪১। অন্যদিকে ১৫ ম্যাচ অধিনায়কত্ব করে সেই গড় এখন নেমে এসেছে ৩৪-এ। তাহলে কি অধিনায়কত্বের ভার মুমিনুলের ঘাড়ে চেপে বসেছে? মুমিনুল অবশ্য বলেছেন, ‘রেজাল্ট না করলে বিশ্বের যেকোনও অধিনায়কের কাছেই চাপ আসবে। জো রুট কিন্তু এক বছরে ৬/৭ সেঞ্চুরি করেছে তারপরও কিন্তু তার কাছে চাপ আসে। অধিনায়কত্ব এমন একটা জিনিস আপনি পারফর্ম না করলে চাপ আসবে। এই লেভেলে আপনাকে চাপ নিতে হবে। আমি এটা নিয়ে চিন্তিত নই। একটা দেশকে প্রতিনিধিত্ব করবেন, একটা দেশের অধিনায়কত্ব করবেন, আপনাকে চাপ নিতেই হবে। চাপ নিতে না পারলেতো হবে না। এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না।’
ইউআর/