অনুশীলনে ডুবে অলিম্পিক সেইলরের মৃত্যু

গত বছর টোকিও অলিম্পিকে নজর কেড়েছিলেন দুই যমজ বোন। সেইলিং ইভেন্টে তিউনিসিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন সারা গুয়েজগুয়েজ ও ইয়া গুয়েজগুয়েজ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইয়া গুয়েজগুয়েজের।

দুই যমজ বোনই নৌকায় করে জাতীয় দলের সেইলিং অনুশীলনে বের হয়েছিলেন। এ সময় প্রচণ্ড বেগে বাতাস আঘাত হানে নৌকাটিতে। উদ্ধারকারীরা সারাকে উদ্ধার করতে পারলেও ডুবে মারা যান ইয়া গুয়েজগুয়েজ।
এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাতুর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি বলেছেন, ‘সেইলর ইয়া গুয়েজগুয়েজের মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত। অথচ সে ছিল প্রেরণাদায়ী এক প্রতিভা। পাশাপাশি তার প্রজন্মের অ্যাথলেটদের মাঝে রোল মডেলও।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আশা করেছিলাম ইয়া ও তার যমজ বোন সারার অংশগ্রহণ সবখানে মেয়েদের প্রেরণা হয়ে কাজ করবে। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও তিউনিসিয়ার অলিম্পিক কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img