সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার মার্কিন নেতৃত্বাধীন আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মার্কিন জোট জানিয়েছে, এই হামলায় চার জন মার্কিন সেনা আহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তবে এর পেছনে ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img