ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ঃ রাশিয়া

ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা জানিয়েছেন, শনিবার এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তাতিয়ানা মোসকালকোভা বলেন, যেসব বন্দিদের বিনিময় করা হয়েছে তাদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের চারজন কর্মী এবং সেনারা ছিল। এরইমধ্যে তারা রাশিয়ায় ফিরেছে।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে কিয়েভ এখনও প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা এবং অন্যান্য শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মধ্যেই এমন কথা বললেন তিনি।

অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সব সময় বলে আসছে আলোচনার জন্য প্রস্তুত এবং চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img