কুমিল্লায় মেয়রের বাড়িতে আগুন

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নানুয়ার দিঘির পাড়ের নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মেয়রের ব্যক্তিগত সহকারী কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়রের চার তলা ভবনের নিচ তলায় সব ফ্ল্যাটের বিদ্যুতের মিটার লাগানো হয়েছে। এই মিটারের সঙ্গে থাকা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফ্ল্যাটের লোকজন দেখেই ফায়ার সার্ভিসকে কল দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় মেয়র ঢাকায় থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা ভবনের চতুর্থ তলায় ছিলেন। এ সময় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে দ্রুত তাদের সরিয়ে নেয়া হয়।’

ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা খবর পাই। গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। নিচ তলার স্টোর রুমের কিছু জিনিসপত্র পুড়ে গেছে। এ ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img