রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে: আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এই সমস্যা জিইয়ে না রেখে দ্রুত সমাধান করতে হবে। তাই নতুন করে চিঠি পাঠানো হবে।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইন বাকস্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা করা হয়েছে সাইবার নিরাপত্তার জন্য।’

আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হলো। এই সম্পর্ক রক্ষার জন্য আগামীতে দুই দেশের মধ্যকার সমস্যা মিটিয়ে ফেলে নতুন করে বন্ধুত্ব গাঢ় করার পথে হাটবে দুই দেশ।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img