চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। কঠিন তো বটেই। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে তাদেরই মাঠে নামতে হবে। কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়েই কিনা রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থাকতে পারবেন না কোচ কার্লো আনচেলোত্তি! তবে আজ (বুধবার) সকালেই এসেছে সুখবর।
করোনাভাইরাস পজিটিভ হওয়ায় দলের সঙ্গে লন্ডনে যাওয়া হয়নি আনচেলোত্তির। গতকাল (মঙ্গলবার) চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গেছে রিয়াল মাদ্রিদ। স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে সেই মিশনে দলের সঙ্গে যেতে পারেননি ইতালিয়ান কোচ। তবে আজ সকালে করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় আর কোনও সমস্যা নেই। লন্ডনে লস ব্লাঙ্কোদের সঙ্গে যোগ দিচ্ছেন আনচেলোত্তি। ফলে স্টামফোর্ড ব্রিজে রিয়ালের দায়িত্বে থাকছেন তিনিই।
গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি-রিয়াল। ওই দ্বৈরথে মাদ্রিদের ক্লাবটি হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শিরোপাও জিতে নেয় ইংলিশ ক্লাবটি। এবার একটু আগে দেখা হচ্ছে। যে লড়াইটি রিয়ালের জন্য প্রতিশোধেরও বটে!
গত বুধবার (৩০ মার্চ) করোনা পজিটিভ হয়েছিলেন আনচেলোত্তি। যে কারণে গত শনিবার সেল্তা ভিগোর মাঠে রিয়ালের ডাগ আউটে দাঁড়ানো হয়নি। ওই ম্যাচে ইতালিয়ান কোচের ছেলে দাভিদ আনচেলোত্তি ও যুব দলের কোচ আবিয়ান পেরদোমো ছিলেন রিয়ালের দায়িত্বে। আনচেলোত্তি না থাকলেও রিয়ালের জিততে সমস্যা হয়নি। করিম বেনজেমার সফল দুই পেনাল্টি কিকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
ইউআর/