পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ প্রস্তাব করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বুধবার সংবিধানের ২২৪(২) অনুচ্ছেদের অধীনে এই চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট।
গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার। এরপর প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। ডেপুটি স্পিকারের রুলিং এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদক্ষেপের বৈধতা নিয়ে বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি চলছে।
নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ৪৮(৫)(এ) অনুচ্ছেদ এবং ২২৪(৫) অনুচ্ছেদ উল্লেখ করে বলেছেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘সংবিধানে বর্ণিত আদেশ অনুযায়ী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ২০১৭ সালের নির্বাচন আইনের ৫৭(১) ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার প্রয়োজন।’
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বেশ কিছু আইনি এবং পদ্ধতিগত জটিলতায় তিন মাসের মধ্যে নির্বাচন করতে সক্ষম হবে না কমিশন।
তবে এখন পর্যন্ত কোনও নোটিশ দিয়ে সাধারণ নির্বাচন পরিচালনায় বিঘ্নের কথা জানায়নি কমিশন। একই সঙ্গে তারা এটাও বলেনি যে, তিন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত।
ইউআর/