অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চললেও পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার পার্লামেন্টে সরকার দলের হুইপ জনস্টোন ফার্নান্ডো এই তথ্য জানিয়েছেন।
২০১৯ সাল থেকে পরিবারের সদস্যদের শীর্ষ পদে রেখে ক্ষমতায় রয়েছেন গোটাবায়ে রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছেন প্রেসিডেন্ট। বেশ কয়েক জন আইনপ্রণেতা সরকারি জোট ছেড়ে বেরিয়ে গেছেন। বিক্ষোভের জেরে জারি করা জরুরি অবস্থা মঙ্গলবার রাতে তুলে নেওয়া হয়েছে।
বুধবার পার্লামেন্টে সরকারের চিফ হুইপ জনস্টন ফার্নান্দো আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘স্মরণ করিয়ে দিতে চাই ৬৯ লাখ মানুষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্বশীল সরকার হিসেবে, আমরা জানিয়ে দিতে চাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে কোনও পরিস্থিতিতে পদত্যাগ করবেন না। আমরা এই সংকট মোকাবিলা করবো।’
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের।
ইউআর/