শেষ পর্যন্ত লড়ে যাবে বার্সা

বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে খেললো বার্সেলোনা। কিন্তু সেভিয়া যেন রক্ষণাত্মক খেলার কৌশলেই মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত অবশ্য আর জাল অক্ষত রাখতে পারেনি। মিডফিল্ডার পেদ্রির অসাধারণ গোলের পর সেভিয়াকে ১-০ তে হারাতে পেরেছে কাতালান জায়ান্টরা।

সেভিয়ার রক্ষণাত্মক কৌশলে খেলার একটা কারণও ছিল। আন্দালুসিয়ান দলটি আগের টানা ১৫টি ম্যাচ অপরাজিত ছিল। এই ম্যাচে হার এড়াতে পারলেই লিগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড করতো। সেই লক্ষ্যে প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারে ঠিকই। কিন্তু দ্বিতীয়ার্ধে ভাগ্য ফেরাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষ পর্যন্ত ব্রেক থ্রু আসে ৭২ মিনিটে। ১৯ বছর বয়সী পেদ্রি বক্সের প্রান্তে থাকা কয়েকজন সেভিয়া খেলোয়াড়কে বোকা বানিয়ে জায়গা বানিয়ে করেন অসাধারণ একটি গোল।

কিছুক্ষণ পর ব্যবধান বাড়ানোরও সুযোগ এসেছিল। কিন্তু ফেরান তোরেসের হেড দারুণ দক্ষতায় সেভ করেন বেনো। শেষ দিকে অল্পের জন্য লাল কার্ড দেখা থেকেও বাঁচেন পিকে।

এই জয়ে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বার্সা। টপকে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ, সেভিয়াকে। শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৬৯। এই অবস্থায় রিয়াল মাদ্রিদ ভুল করলেই হলো! তাই লিগ শিরোপার জন্য গাণিতিক সম্ভাবনা টিকে থাকায় বার্সা কোচ জাভি হার্নান্দেজের লক্ষ্য, ‘লা লিগায় এটা যতক্ষণ গাণিতিকভাবে সম্ভব। আমরা সংগ্রামটা চালিয়ে যাবো।’

তবে বার্সা কোচ ভালো করেই জানেন ব্যবধানটা অনেক, ১২ পয়েন্টের। এখান থেকে রিয়ালের খুব বেশি পা হড়কানোর সম্ভাবনা হয়তো নেই। কিন্তু নিজেদের লড়াইটা চালিয়ে যাওয়ার পক্ষে জাভি, ‘আমরা চেষ্টা করে যেতে চাই। মাদ্রিদ হয়তো খুব বেশি ভুল করবে না। আমরা শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিতে চাই।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img