কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৫টায় বুড়িচংয়ের ময়নামতির বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
নিহতরা হলেন– জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাসির উদ্দিন (৫২) এবং তার স্ত্রী শরিফা বেগম (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন ঢাকাগামী লেনের পাশে একটি মোটরসাইকেল এবং দুই নারী-পুরুষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আমরা ধারণা করছি, মোটরসাইকেলটিকে কোনও গাড়ি চাপা দিয়ে চলে গেছে। তবে কোন গাড়ি চাপা দিয়েছে এখনও শনাক্ত করতে পারিনি। অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইউআর/