কিয়েভে হামলা চালানো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে নরওয়ে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার নওয়ের পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এদিন ছিল কিয়েভে রুশ হামলার ৩৫তম দিন।
জেলেনস্কি বলেন, রাশিয়াকে শান্তির পথে আনতে নিষেধাজ্ঞা আরোপ করাটা জরুরি হয়ে পড়েছে।
শান্তিতে নওয়ের নোবেল পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যে দেশ শান্তিতে নোবেল পায় আমার বিশ্বাস সেই দেশ অন্য দেশগুলোর চেয়ে ভালো বুঝবে শান্তি কি জিনিস। আর শান্তির জন্য কী করা লাগে।
নিষেধাজ্ঞা প্যাকেজ দ্রুত আরোপ করার দাবি জানিয়ে জেলেনস্কি বলেন, মস্কোর ওপর যত শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তত দ্রুত এই অঞ্চলে শান্তি ফিরে আসবে।
পুতিন সরকারের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় নরওয়ে সরকারকে ধন্যবাদ জানান জেলেনস্কি।