দিনাজপুরের ফুলবাড়িয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। পুলিশের এই বিশেষ সংস্থাটি জানায়, আনোয়ার হোসেন গত ২২ বছর ধরে পলাতক ছিল।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর রাতের দিকে খিলক্ষেত বড়ুয়া বাজার এলাকা থেকে পলাতক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ২০০০ সালে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগম (২৫) কে খুন করে পালিয়ে যায়। সে দীর্ঘ ২২ বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিল। এর মধ্যে মামলা চলাকালীন ৫ বছর এবং রায়ের পর ১৭ বছর পলাতক ছিল সে। ঢাকার খিলক্ষেত এলাকায় নাম পরিচয় গোপন করে সে টিম্বার স মিলে কাজ করতো। ২০০৫ সালে হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন সাজার দণ্ড দেয় আদালত। জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা সে স্বীকার করেছে।
ইউআর/