মগপার্টির আস্তানায় সশস্ত্র হামলায় ৩ জন নিহত

রাঙামাটির রাজস্থলী এবং বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে তিন জনের লাশ ওই এলাকায় পড়ে থাকার খবর জানা গেলেও দায়িত্বশীল কোনও সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করছে না।

অসমর্থিত সূত্রের দাবি, সকালে সীমান্তবর্তী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একটি সশস্ত্র দল বান্দরবানভিত্তিক সংগঠন মগপার্টির আস্তানায় সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। নিহতদের একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ওই এলাকায় রওনা হয়েছে। তারা না পৌঁছানো অবধি কিছু বলতে পারছি না। আবার ঘটনাস্থলটি বান্দরবানের রাজভিলা নাকি রাজস্থলী পাইন্দ্যংপাড়া, সেটাও এখনও নিশ্চিত হতে পারিনি আমরা।’

কেউ মারা গেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, ‘নিশ্চিত কোনও তথ্য আমরা জানি না। আগে নিশ্চিত হই, তারপর জানাবো।’

তবে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার ওই এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img