কাজী নাবিলের প্রত্যাশা প্রীতি ম্যাচে সর্বোচ্চটা দেবে বাংলাদেশ

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে ঘিরে শেষ মুহূর্তের অনুশীলন চলছে জাতীয় ফুটবল দলের। এই দুটি ম্যাচ ঘিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল।

কাল মঙ্গলবার প্রথম প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ। যাওয়ার আগে তিন দিনের অনুশীলন হয়েছে। জাতীয় দলের কোচ ও অধিনায়ককে দুই পাশে রেখে কাজী নাবিল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোচ হাভিয়েরের এটা প্রথম মিশন। আমরা আশা করছি ভালো কিছু হবে। ম্যাচে যে কোনও কিছু হতে পারে। জয়, হার কিংবা ড্র। আমাদের সর্বোচ্চ দিতে হবে মাঠে, ৯০ মিনিট খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আবেদন যেন শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়া যায়।’

এর আগে জানুয়ারিতে ইন্দোনেশিয়াতে গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু করোনার ডাবল ডোজ টিকা না থাকায় তা বাতিল করতে হয়েছে। এবার মালদ্বীপের পাশাপাশি দূরের দেশ মঙ্গোলিয়াকে প্রতিপক্ষ হিসেবে বাছাই করার কারণ হিসেব কাজী নাবিল বলেছেন, ‘আশ-পাশের দলের সঙ্গে আগে খেলা হয়েছে। এবার চেষ্টা করছি আরও একটু বাইরের দলের সঙ্গে খেলতে। তাই মঙ্গোলিয়ার বিপক্ষে খেলছি। আশা করছি, এই খেলার মাধ্যমে দর্শক মাঠে ফেরাতে পারবো।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কারণে এবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে জামাল-জীবনদের প্রস্তুতি হয়েছে। কাজী নাবিল চাইছেন, এভাবে বিভিন্ন ভেন্যুতে গিয়ে দল নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিক, ‘বসুন্ধরা অ্যারেনাতে সুন্দর পরিবেশে অনুশীলন করছে দল। বঙ্গবন্ধু স্টেডিয়াম বাফুফের নিয়ন্ত্রণে। সেখানে সংস্কার চলছে। যে কারণে আগামী এক বা দেড় বছর এই মাঠ ব্যবহার করা যাচ্ছে না। স্বাভাবিক সময় থাকলে আমাদের ক্যাম্প কিন্তু সেখানে হতো। ভবিষ্যতে ক্যাম্প শুধু বঙ্গবন্ধু স্টেডিয়াম নয়, বসুন্ধরাসহ অন্য যে কোনও জায়গা করতে পারি। এতে করে দলের ম্যাচ টেমপারমেন্ট ঠিক রাখতে পারবো বিভিন্ন ভেন্যুতে খেলার জন্য।’

সিলেটে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে দর্শক ফেরার ইঙ্গিত দিয়েছেন কাজী নাবিল, ‘সিলেট ভালো ভেন্যু, আগেও খেলা হয়েছে। সেখানে এক মাস ধরে মাঠের উন্নয়ন কাজ চলছে। আমাদের উদ্দেশ্য হলো সিলেটে যতটা সম্ভব দর্শক আনা।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img