তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিজেপি-র এই নেতা বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আরও শক্তিশালী হয়েছে। কোনও দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না। তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালেবান যদি ভারতের দিকে অগ্রসর হয়, তাহলে তাদের ওপর বিমান হামলা চালাতে প্রস্তুত রয়েছে দিল্লি।
এমন সময়ে যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন যার সপ্তাহখানেক আগে মস্কোতে তালেবান নেতা এবং আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠকে করে ভারতের একটি প্রতিনিধি দল। এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহ। বৈঠকে মানবিক সহায়তা ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়।