কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ঘাটে নৌকাডুবে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে ১১ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, সকাল ৯টার দিকে হুজুর ঘাটে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম যায়। সেখানে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শীতল (২৭) ও শফিকুল (৭) নামে আরও দুজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। তাদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।