পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে ঘাটটি। এতে চাপ বাড়ায় পাটুরিয়া ঘাটের তিন কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ এখনো উদ্ধার হয়নি। এখনো চলছে উদ্ধার অভিযান। যার কারণে ৫ নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সেই সঙ্গে উদ্ধার করা যানবাহনগুলো রাখা হয়েছে পাটুরিয়ার ২ নম্বর ট্রাক টার্মিনালে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌ-রুটে চলাচলকারীরা।
এদিকে নষ্ট হয়ে গেছে উদ্ধার হওয়া যানবাহনের যন্ত্রাংশ। এ ছাড়া উদ্ধারের পর কর্তৃপক্ষ সেগুলো হস্তান্তর না করায় বিপাকে পড়েছেন যানবাহনের শ্রমিক ও মালিকরা।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছায়।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৪টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরি আমানত শাহ ডুবে যায়।
দৌলতদিয়া থেকে আসার পর পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী বা পরিবহন শ্রমিক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।