ভারতে ২৪৭ দিনের মধ্যে সবচেয়ে কম শনাক্ত

করোনায় বিপর্যস্ত ভারতের দৈনিক সংক্রমণ ও মৃত্য ‍অনেক কমেছে। রোববার (৩১ অক্টোবর) দেশটির সংক্রমণ ছিল ১৩ হাজারের নিচে। শনিবারের তুলনায় রোববার এ সংখ্যা অনেক কমেছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৩০০জন।

গত দু’দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৮৬ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, পুরো ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২৭২। যা গত ২৪৭ দিনে সবচেয়ে কম। দেশটিতে সুস্থতার হার ৯৮ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে মোট ১৪ হাজার ৬৬৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে দেশটিতে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৩ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮৪২।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৩০ অক্টোবর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫৮১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন।

আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img