চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে ১৩টি ল্যাবে এক হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.০২ দশমিক ৪৩ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি বোয়ালখালীতে ৪ জন ও হাটহাজারী উপজেলায় একজনের বাড়ি বাকিদের বাড়ি নগরে জানা গেছে।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১লাখ ২ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৩ হাজার ৯১১ ও ২৮ হাজার ২১৭ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৭২০ ও উপজেলা পর্যায়ের ৫৯৫ জনসহ মোট এক হাজার ৩১৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img