চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি পুকুর থেকে জনি চন্দ্র দাশ (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জনি ওই এলাকার বাসিন্দা সুনীল চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত শনিবার (অক্টোবর) দিবাগত রাত থেকে জনি নিখোঁজ ছিল। এরপর আজ (সোমবার) একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লোহাগাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।