স্থগিত হলো স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টায় সচিবালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যেকোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু একই সময়ে কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রীর এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী। সফর শেষে বুধবার (৬ অক্টোবর) সকালে দেশে ফিরেন তিনি।

জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন-স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপ-সচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img