আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার ওমানে উড়াল দিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দেয়াল ভেঙে ভালো করতে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার।
আজ রোববার বিশেষ বিমানে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই। আমার কাছে মনে হয় ভালো একটি সুযোগ এই বিশ্বকাপে। ভালো ক্রিকেট খেলতে পারলে, ধারাবাহিকতা থাকলে—সাফল্য আসবেই। আমরা সর্বশেষ কয়েকটি সিরিজে যে ক্রিকেট খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা খেলতে পারলে ভালো কিছু অর্জন করা সম্ভব।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয়, ভালো করার প্রত্যাশা তো থাকবেই। দলের, খেলোয়াড়দের ও দেশবাসীর একই প্রত্যাশা। এই প্রত্যাশা আমরা তখনই পূরণ করতে পারব, যখন আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারব। গ্রুপ পর্বের যে ম্যাচগুলো (বাছাই পর্ব) আছে, ধাপে ধাপে আমাদের এগিয়ে যেতে হবে। মূল পর্বে উঠতে পারলে আমাদের চেষ্টা থাকবে যত বেশি ম্যাচ জেতা যায়। আগের বিশ্বকাপে খুব একটা সুখকর স্মৃতি ছিল না আমাদের। চেষ্টা করব সেই দেয়াল ভাঙতে। অবশ্য আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি হয়।’
অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর প্রথম বিশ্বকাপ এটি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটি অনেক সম্মানের। একই সঙ্গে এটা আমার জন্য বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব, সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে, আমাদের জন্য ভালো কিছু হবে।’