চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৫ জনে।

এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৬৬৬ জনে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সূত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় দুই দশমিক ৬৮ শতাংশে। শনাক্তদের মধ্যে নগরীর ২০ জন এবং বিভিন্ন উপজেলার ১৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে আটজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ছয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঁচজন ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে তিনজন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে একজন এবং অ্যান্টিজেন টেস্টে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img