দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। আর গতকাল দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এদিকে কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরো ২৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পরিচয় গোপন রাখার শর্তে হোয়াইট হাউজের এক কর্মকর্তা এএফপিকে জানান, ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা বাংলাদেশে পাঠানো হবে। এ নিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পাঠানো টিকার পরিমাণ ৯০ লাখেরও বেশি ডোজে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান আগামীকাল সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে।’ ঐ কর্মকর্তা বলেন, এই নিরাপদ ও কার্যকর টিকা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।
এএফপির ডাটাবেজ অনুযায়ী, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।