চট্টগ্রামে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ জন। ফলে আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণ। তবে এই সময়ের মধ্যে জেলায় আক্রান্ত-উপসর্গে কারও মৃত্যু হয়নি।
শনিবার ট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ এক হাজার ৫৬২ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৫৬৭ জন। বাকি ২৭ হাজার ৯৯৫ জন বিভিন্ন উপজেলার।
গত একদিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।