রাজশাহী মেডিকেলে আরও চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গে মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর, একজন নাটোরের ও নওগাঁর দুইজন রয়েছেন।

এদিকে একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৪০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮১ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ১২১ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img