ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মামলা দায়ের, গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিলে নৌকাডুবির ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মৃতের পরিবারের সদস্য বিজয়নগর উপজেলার গেরাগাঁও গ্রামের আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেন। বাদী সেলিম মিয়া নৌকা ডুবিতে মৃত কমলা বেগমের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নৌকার মাঝি সরাইল উপজেলার শোলা বাড়ি গ্রামের আলী আফজলের ছেলে জমির মিয়া, একই গ্রামের আব্দুল করিমের ছেলে রাসেল, কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া, আশরাফ আলীর ছেলে সোলায়মান, কালারটেক গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে মিন্টু মিয়া। এছাড়াও বাকি দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, দায়ী নৌযান চালকসহ সাতজন মাঝিমাল্লার নাম উল্লেখ করে শনিবার দুপুরে মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার লইস্কা বিলে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। এতে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img