সাংবাদিকরাই হলেন সত্যিকারের নায়ক। তারা কোভিড-১৯ মহামারিকালে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। তারা আমাদের কাছ থেকে অপরিসীম কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার।
বিজিএমইএ সভাপতি বলেন, সাংবাদিকরা দেশের জনগণকে কোভিড ভাইরাসের প্রভাব অবহিত করে ও সকল বিভ্রান্তি দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আজ বুধবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর কাছে সাংবাদিকদের জন্য ২৫ হাজার পিস মাস্ক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিজিএমইএয়ের সহ-সভাপতি মো. নাসিরউদ্দিন, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদেরকে মাস্ক প্রদানের জন্য বিজিএমইএ সভাপতিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও সমাজের প্রতি দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ সমাজের কল্যাণে অনেক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালীন নজিরবিহীন সংকটে বিজিএমইএ সীমিত সম্পদ নিয়েই সম্মুখ সারির যোদ্ধা ও দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে এসেছে।
বিজিএমইএ সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, কাস্টমস, সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার মাঝে ১০ লাখ পিস মাস্ক বিতরণ করেছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সরঞ্জামও বিতরণ করেছে বিজিএমএ।