আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর এখন পুরো দেশের নিয়ন্ত্রণভার দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে। তালেবানদের পক্ষে এরই মধ্যে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তালেবানদের নিয়ে মন্তব্য করলেন।
জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেছেন, মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে, তা এই গোষ্ঠী বাস্তবায়ন করবে বলে ইসলামাবাদ আশা করছে।
ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, জেনারেল বাজওয়া শুক্রবার(২০ আগস্ট) পাকিস্তানের এবোটাবাদ শহরের একটি সামরিক ক্যাডেট কলেজ পরিদর্শনে গিয়ে এক বক্তব্যে একথা বলেন।
বাজওয়া বলেন, আফগানিস্তানের অস্থিতিশীলতা ও গোলযোগের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে যেসব বক্তব্য দেয়া হয় সে ব্যাপারে ইসলামাবাদ নীরব থাকবে না।