আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে বাংলাদেশের অনেকেই উল্লাসিত হয়ে ষড়যন্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কোনোর ধরনের সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালনের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-মিটির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে, দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পালা বদলে উল্লাসিত অনেকে স্বপ্ন দেখছে। মনে রাখবেন এটা বাংলাদেশ; রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। ষড়যন্ত্র করে এখানে পচাত্তরের পনেরই আগস্ট ঘটানো হয়েছে, ২১ আগস্ট ঘটানো হয়েছে। এ ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে। কোনো সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন এ দেশের অর্জিত সোনালী অর্জনগুলো যেন নস্যাৎ করতে না পারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নবগঠিত কমিটির নেতারা তাদের শক্তির জানান দিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শীর্ষ নেতৃত্বকে খুশি করতে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে তাণ্ডব আর বিশৃঙ্খলা করেছে। পুলিশের উপর তারা হামলা করেছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই হচ্ছে ভাংচুর, পরিকল্পনা সচিবের গাড়িটিও ভেঙে ফেললো। বেশ কতগুলো গাড়ি ভাংচুর এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি হচ্ছে বিএনপির রাজনীতি। সে রাজনীতি তারা করেছে বিনা উস্কানিতে।
খালেদা জিয়ার জন্মদিনের দেওয়া তথ্য হাওয়া থেকে পাওয়া নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি হাওয়া থেকে পাওয়া কোনো তথ্য দিইনি। আমি বেগম খালেদা জিয়ার জীবন থেকে পাওয়া তথ্য উত্থাপন করেছি জতির সামনে তার ছয়টি জন্ম দিবস নিয়ে। এটা হাওয়া থেকে পাওয়া না, খালেদা জিয়ার জীবন থেকে নেয়া এই তথ্য।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার আসল জন্মদিন কোনটা জানতে চেয়ে ওবায়দুল কাদের লেন, ফখরুল সাহেব প্রতিদিন এদিক সেদিক কথা বলেন। তাকে জিজ্ঞাসা করতে চাই, খালেদা জিয়ার এই ছয় টার মধ্যে কোনটা প্রকৃত জন্ম দিবস? এটা জাতি জানতে চায়।
বিএনপি মহাসচিবের সালোচনা করে ওবায়দুল কাদের বলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সদস্য সচিব জসিম নামের একজন। মির্জা ফখরুল না জেনে না শুনে বিবৃতি দিয়ে দিলেন, তাকে গুম করা হয়েছে, সরকার যেন তাকে খুঁজে পরিবারে কাছে দিয়ে দেয়। অথচ দেখা গেল অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছেন। অনেক কাহিনী, কেঁচো খুঁড়তে গিয়ে বেরুলো সাপ। অস্ত্রের ব্যবসার সঙ্গেও জড়িত। তার সঙ্গে মহানগরের দুই-একজন নেতাও জড়িত।
আওয়ামী লীগের সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে দলের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবায় উপস্থিত ছিলেন।