জনগণের আচরণের ওপর নির্ভর করছে ভবিষ্যতের লকডাউন: আ জ ম নাছির

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মহামারি দুর্যোগের এ সময়ে জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকা বাঁচানোর তাগিদে সরকার গত ১১ আগস্ট থেকে লকডাউন প্রত্যাহার করেছে। আগামী ১৯ আগস্ট থেকে লকডাউন আরও শিথিল করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

তবে যে উদ্দেশ্যে সরকারের এ সিদ্ধান্ত তার সফলতা পুরোপুরি নির্ভর করছে জনসাধারণের ওপর। জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করে। করোনার আগের সময়ের মতো অসচেতন জীবনযাত্রায় আবার অভ্যস্ত হয়ে উঠে তাহলে করোনা পরিস্থিতির আবার অবনতি ঘটবে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তখন সরকারকে বাধ্য হয়ে আবার লকডাউন ঘোষণা দেওয়া ছাড়া বিকল্প উপায় থাকবে না। সুতরাং দেশের জনগণের জীবন ও জীবিকা বাঁচানোর জন্য সরকারের এমন ইতিবাচক সিদ্ধান্তের সফলতা পুরোপুরি এখন জনগণের হাতে। জনগণের আচরণের ওপরই নির্ভর করছে ভবিষ্যতের লকডাউন পরিস্থিতি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ফিরিঙ্গিবাজার আলকরণ নূর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম নগর ভার্চুয়াল সম্মেলন-২০২১ আয়োজিত নিম্নজীবী মানুষের মধ্যে ফ্রি সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের পরামর্শে ভার্চুয়াল সম্মেলনের স্মরণিকা উপপরিষদের সদস্যসচিব ওসমান গণি মানিকের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল সম্মেলন-২০২১’র দপ্তর উপ-পরিষদের সদস্যসচিব হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বক্তব্য দেন।

নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, মাসুদ করিম, আনোয়ারুল ইসলাম বাপ্পী, জুবায়ের কাকি, মিজানুর রহমান, খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, মো. তারেক, মো. হেলাল উদ্দিন, আবদুর রশিদ লোকমান, লুৎফুর রহমান কিরণ, মো. মঞ্জুর হোসাইন, সুমন কান্তি নাথ, আ. আজিজ, আবু তাহের, মকসুদ আলী, আলী আকবর, শাহাবুদ্দিন বাদশা, মো. আইয়ুব চৌধুরী, মনির উল্লাহ খান, আমজাদ হোসেন, তারাপদ দাশ, ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img