করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৮৪৮ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ১৪৩ জন মানুষ।
সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এরমধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৩১০ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ১৮ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৮১ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন, মারা গেছেন ৬ লাখ ৩৩ হাজার ১১৬ জন, সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন, মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৩৩৯ জন, সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি এক লাখ ৬৫ হাজার ৬৭২ জন, মৃত্যুর হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৪৭০ জন, সুস্থ হয়েছেন এক কোটি ৮৯ লাখ সাত হাজার ২৪৩ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের।