বান্দরবানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা

বান্দরবানে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে  উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ২৮ শে জুলাই, বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কোভিড সংক্রমন প্রতিরোধ ও সাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান কোভিড পরিস্থিতির ভয়াবহতা আমরা দেখতে পারছি।যত বেশি জনসাধারন টেস্টের আওতায় আসবে ততবেশি কোভিড রোগী শনাক্তের হার বৃদ্ধি পাবে।কোভিড-১৯ মোকাবেলায় নিজে সচেতন হওয়ার কোন বিকল্প নাই যে যার অবস্থান হতে সচেতন হতে হবে।জেলা প্রশাসনের নেতৃত্বে ইতিমধ্যে জেলার প্রায় সব এলাকাতেই কোভিড সচেতনতা মূলক মাইকিং অব্যাহত আছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনগনকে সচেতন করার কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রামের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন।পরবর্তি পরিস্থিতি নিয়ন্ত্রনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ভাবে তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পার্বত্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মত বিনিময় সভায় অংশগ্রহনকারী গন্যমান্য ব্যাক্তিদের নিকট হতে প্রথমিক ভাবে বেসরকারী তহবিলে ১২ লক্ষ টাকা তহবিলে জমা প্রদানের ঘোষণা আসে।

কোভিড সংক্রমন প্রতিরোধ ও সাস্থ্য সুরক্ষা সম্পর্কিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর, সিভিল সার্জেন অংসুইপ্রু মারমা, পুলিশ সুপার জেরিন আক্তার, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ সহ জেলা প্রশাসক কার্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও সুধিসমাজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img