কর্মহীন কর্মজীবী ও নির্মাণ শ্রমিকের মাঝে ত্রাণ সহায়তায় আ জ ম নাছির

নগরের ৫শ কর্মহীন কর্মজীবী ও নির্মাণ শ্রমিকের মাঝে ব্যক্তিগত উদ্যােগে ত্রাণ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৮ জুলাই) দুপুরে চান্দগাঁও টেকবাজার কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারীর এই দুর্যোগ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের প্রত্যেক সামর্থ্যবান নেতাকর্মীকে অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন কর্মহীন মানুষের সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন। দলের আদর্শকে ধারণ করে তার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের আঘাতে দেশের সকল শ্রেণী পেশাজীবী মানুষ অসহায় কর্মহীন হয়ে পড়েছে। চলমান এই অস্থিতিশীলতা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই প্রচেষ্টার সাথে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ আজ সময়ের দাবী। এই ক্রান্তি সময়ে মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, শ্রমিক নেতা আলী আকবর, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, কে এম শহীদুল্লাহ, মহানগর যুবলীগ সদস্য নঈম উদ্দিন খান,গোলাম রসুল মান্নান, নুর মোহাম্মদ ইলিয়াস, মো নাছির উদ্দীন, গোলাম আয়েস ও আবদুল কাদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img