এস.এম. মাঈন উদ্দীন রুবেল
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
প্রজন্মের পর প্রজন্ম চলে যায়,
কর্মফল রয়ে যায় যুগে যুগে।
কেউ কেউ অবিনশ্বর হয়ে থাকে মানব সেবায়
গরিব-দুঃখী, মেহনতী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
কর্মের কীর্তি থেকে যায় যুগে যুগে।
কেহ কেহ অবিনশ্বর হয়ে রয় সৃজনশীল কর্মে,
কেউ-বা অমর হয়ে রয় ধর্ম প্রচারে ধর্মীয় শাস্ত্রে।
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
কেহ কেহ অমরত্ব পায়, নব্য কিছু আবিষ্কারে,
চিকিৎসা জগতে অবদানে, কর্মসংস্থান সৃষ্টিতে,
আলোকিত মানব গড়ার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে।
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী প্রমুখ
তাদের লেখনিতে আজো রয়ে গেল আমাদের মাঝে।
তাদের কবিতা,প্রবন্ধ, সাহিত্য পড়ে
শিক্ষিত হয়ে উচ্চতর ডিগ্রী নিচ্ছে সবে,
বাঙ্গালী জাতি আজ তাদের স্মরণ করে গভীর শ্রদ্ধার সাথে।
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
কেউ-বা অবদান রাখে স্বার্বভৌমত্ব ও দেশ রক্ষার সংগ্রামে,
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু, মওলানা ভাসানী, সোহরাওয়ার্দী বেঁচে থাকবে হাজার বছর ধরে।
শহীদ জিয়াউর রহমান আজো অবিস্মরণীয় কৃষক-শ্রমিকের অন্তরে।
কর্মেই মানুষ অমর থাকে কালে কালে
কেহ ইতিহাস রচনা করে, কেউ-বা আদর্শ নেতা-নেত্রী হয়ে,
কেউ-বা সেরা খেলোয়াড় হয়ে স্মরণীয় থাকে।
কেহ কেহ সমাজ-কল্যাণমূলক কর্মকান্ডে,
শাশ্বত থাকে জনতার মাঝে।
কর্মেই বাঁচিয়ে রাখে ধরণীতে, বয়সই নহে।