অভিনেত্রী সারা আলী খান আসামের কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছেন। রোববার এই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবেই পরিচিত হিন্দুদের কাছে। এদিন সাদা কুর্তি-পাজামা আর আসামের বিখ্যাত ও পারম্পরিক পোশাক গামছায় দেখা যায় সারাকে।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফ-কন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে।
জানা গেছে, করোনা আবহে ২০২১ সালেও বেশ কিছুদিন বন্ধ ছিল কামাখ্যা। ৩০ জুনের পর থেকে করোণাবিধি মেনেই মন্দিরটি খুলে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সারার আরও কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আসাম পুলিশ কমেন্ডো ব্যাটেলিয়ানের পোশাকে, তাদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন। পরনে কালো পাশাক। ‘বীরাঙ্গনা’র ইউনিফর্মে সকলের দৃষ্টি কেড়েছেন সাইফ-কন্যা। শোনা যাচ্ছে ‘ব্ল্যাক উইডো’র বলিউড রিমেকের শুটিংয়েই আসামে রয়েছেন তিনি।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মা অমৃতা সিংয়ের সঙ্গে আজমির শরিফ দরগায় গিয়েছিলেন তিনি।