চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে র‍্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, গতকাল রোববার দুপুরে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান এখনো চলমান আছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল রোববার দুপুর ২টার দিকে বলিরহাটে একটি ফার্নিচারের দোকানে অবৈধ কাঠ মজুতের খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে র‍্যাব অভিযানে যায়। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এরপর দুর্বৃত্তরা র‍্যাবের ওপর অতর্কিত হামলা করে।

এতে চারজন র‍্যাব সদস্য আহত হন। একজনের অবস্থা গুরুতর। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। আহত চার র‌্যাব সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img