১০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সির লেনদেন ভিসা কার্ডে

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ভিসা কার্ড ব্যবহারকারীরা ১০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন। বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে তারা এ পরিমাণ ডিজিটাল মুদ্রা ব্যয় করেছেন। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে ভিসা কার্ড কর্তৃপক্ষ।

বৈশ্বিক ক্যাশলেস লেনদেন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, তারা আরও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ভিসা কর্তৃপক্ষ জানায়, তারা আরও ৫০টি কোম্পানির সঙ্গে চুক্তি করবে যেন গ্রাহকরা আরও নির্বিঘ্নে তাদের পণ্য ও সেবা নিয়ে ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে পারেন।

প্রতিষ্ঠানটি জানায়, এ চুক্তির কারণে ভিসা কার্ডের গ্রাহকরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিশ্বব্যাপী ৭ কোটি মার্চেন্টের কাছ থেকে পণ্য ও সেবার বিনিময়ে ভিসা কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন। এমনকি যেসব প্রতিষ্ঠান ডিজিটাল মুদ্রার মাধ্যমে মূল্য গ্রহণ করে না, তাদের ক্ষেত্রে গ্রাহকরা ভিসা কার্ড ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিকে প্রচলিত মুদ্রায় পরিবর্তনের মাধ্যমে সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

এর মাধ্যমে ভিসা কার্ড কর্তৃপক্ষ ৭ কোটি মার্চেন্ট ও ১০ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সংযুক্ত করতে সক্ষম হবে।

ভিসা কার্ড কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিভিত্তিক কোম্পানির মাধ্যমে ১০০ কোটি ডলারের বেশি লেনদেন হয়েছে। যদিও ভিসা কার্ড ব্যবহারের মাধ্যমে লেনদেনের অনেক কম অংশ। তবে এক বছর আগেও ভার্চুয়াল কারেন্সিতে লেনদেনের কোনো উপায় ছিল না। এ লেনদেনের মাধ্যমে বোঝা যায়, ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন বাড়ছে।
ভিসা কর্তৃপক্ষ বলছে, ডিজিটাল মুদ্রার বিষয়ে তারা অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।

বিভিন্ন ব্যাংকের উদ্ভাবিত ডিজিটাল মুদ্রাগুলো কীভাবে নকশা করা হবে, তা নিয়ে ব্যাংকগুলোকে সহায়তা করবে ভিসা কার্ড কর্তৃপক্ষ।

ক্রিপ্টোকারেন্সি একধরনের সাংকেতিক মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব, যার পুরো কার্যক্রম ক্রিপ্টোগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img