চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পাওয়া সেই মিনুর রহস্যজনক মৃত্যুর পর থেকে খোঁজ নেই তার বড় ছেলে ইয়াছিনের (১২)। গত কয়েকদিন মিনুর ভাই মো. রুবেল ভাগনে ইয়াছিনকে খোঁজাখুজি করেও পায়নি তার খোঁজ।
সর্বশেষ গতকাল ৬ জুলাই, মঙ্গলবার সকালে ভাগনেকে খুঁজতে ষোলশহরে তার কর্মস্থলে গেলেও পাননি তাকে। গত এক বছর যাবত নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে একটি দোকানে চাকরি করতো ছেলেটি। কিন্তু সেই দোকানটি ভেঙে ফেলায় তার খোঁজ দিতে পারেনি কেউ।
রহস্যময় মুক্তি সেই মিনুর!
মিনুর ভাই মো. রুবেল সাংবাদিকদের জানান, মিনু আপার মৃত্যুর খবর জানার পর থেকে তার বড় ছেলে ইয়াছিনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রথমে শুনেছিলাম দোকানের মালিকের সঙ্গে বাঁশখালী গিয়েছিল। কিন্তু ইয়াছিন যে দোকানে চাকরি করতেন সেটি এখন নেই। বিষয়টি পুলিশকে জানোনা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মিনুর মৃত্যুর ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। তবুও সড়ক দুর্ঘটনায় মৃত্যু, না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বিষয়টি জনতে তদন্ত করছি। তবে নিহত মিনুর বড় ছেলে নিখোঁজের বিষয়টি তার জানা নেই বলেও জানান তিনি।
অবশেষে মুক্তি পেলেন সেই মিনু
এর আগে গত ২৮ জুন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ‘অজ্ঞাত’ হিসেবে মিনুর মরদেহ দাফন করা হলেও পরে তা মিনুর লাশ বলে শনাক্ত করে পুলিশ। ট্রাকচাপায় মিনু আক্তারের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করেন মিনুর আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
এন-কে