প্লাষ্টিক’কে না বলুন: চসিক মেয়র

আন্তর্জাতিক প্লাষ্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাষ্টিক ব্যবহারে বিরত থেকে প্লাষ্টিককে ‘না’ বলার আহ্বান জানান।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাষ্টিকে সয়লাব। নগরীর নালা-নর্দমা ও রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাষ্টিকের ছড়াছড়ি। এসব প্লাষ্টিক বোতল ও পলিথিন ব্যাগ পূনঃ ব্যবহার, পুনঃ চক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে।

মেয়র আরো বলেন, জনসাধারণ নগরীতে এভাবে ক্ষতিকর প্লাষ্টিক ব্যাগ বা পণ্যসমূহ যেখানে-সেখানে ফেলে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। কেননা মানবদেহে এসব প্লাষ্টিকের কণাসমূহ মারাত্মক রোগের সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাষ্টিক দ্রব্যাদি নালা-নর্দমায় জমে ভয়াবহ জলাবদ্ধতারও সৃষ্টি করে এবং খাল, নদী ও সমুদ্রের জীব বৈচিত্র্য ধ্বংস করে। মৃত্রিকা, পানি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে।

তিনি আরো বলেন, আমরা নিত্য প্রয়োজনে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করি। তাহলে পরিবেশের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে এবং নগরীর জলাবদ্ধতাও কমে আসবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img