দেশে গেল ২৪ ঘণ্টায় আট হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা মোট ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন হলো। এর আগে গেল ৭ এপ্রিল সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মৃতদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাসায় সাতজনের মৃত্যু হয়।
মৃত ১০৪ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ পাঁচজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ ৫৮ জন রয়েছেন।
বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম ১৯ জন, রাজশাহী সাতজন, খুলনায় ৩৫ জন, বরিশাল দুইজন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়।