ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর

এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারলো না কোপা আমেরিকার অন্যতম ফেভারিট ব্রাজিল। টানা ১০ জয়ের পর ড্রয়ের স্বাদ পেলো তিতের দল। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকলো ইকুয়েডর।

গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২৮ জুন) ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোলটা করেন এডার মিলিটাও। রিয়াল মাদ্রিদের এই ফুটবলার সুযোগের যে সদব্যবহার করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আজকের ম্যাচে খেলতে নামেননি দলের অধিনায়ক নেইমার জুনিয়র। ব্রাজিল এমনিতেই ইকুয়েডরের বিরুদ্ধে যথেষ্ট ভালো জায়গায় ছিল। এই ম্যাচের আগে তাদের ঝুলিতে ছিল ৯ পয়েন্ট। সেকারণেই কোচ তিতে দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইকুয়েডর। সাফল্যও আসে হাতেনাতে। ৫৩ মিনিটে অসাধারণ একটা গোল করে দলের সমতা ফিরিয়ে আনলেন অ্যাঞ্জেল মেনা।

ম্যাচের শেষের দিকে ব্রাজিলের বেশ কয়েকটা পরিবর্তন করেন ব্রাজিল কোচ তিতে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। ব্রাজিলকে অবশেষে ইকুয়েডরের কাছে আটকে যেতে হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img