কক্সবাজার সদরের লিংকরোডে একটি যাত্রীবাহী বাস থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার মাঠিয়াতলী এলাকার জাকির আহমদের ছেলে নাসির উদ্দিন (৩০) ও রামুর পাইথং এলাকার আবুল হেসেনের ছেলে মিনার হোসেন (১৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদরের লিংকরোডে চেকপোস্ট বসিয়ে কুমিল্লাহ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ কেজি গাঁজাসহ ২জন কে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত দিয়ে গাঁজা এনে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, তারা দু’জনের একমাত্র পেশা এই মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।