নগরীর কর্ণফুলী থানার চর ফরিদ এলাকা থেকে ইয়াবাসহ ফরহাদুর রহমান শাওন (৩১) ও মো. তৌফিক (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ জুন, শুক্রবার বিকাল আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হযরত তৈয়বশাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারৃকত ফরহাদুর রহমান শাওন কর্ণফুলী থানার বৌ বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ও মো. তৌফিক একই এলাকার মৃত জমিরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এন-কে