করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩১ জনে। একই সময়ের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয় ১২৯ জনের শরীরে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ২২১ জন।
মঙ্গলবার (৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩ নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৯ ও বিভিন্ন উপজেলার ৪০ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ছয়জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।