মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে বাংলাদেশে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি জরুরি সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২ এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে; মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে- আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এর বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ এর সংবিধানের খবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে- আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অব জুলাই রেগুলেশনে- এই নাৎসীবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ দীর্ঘদিন একটি বিচারহীনতা সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে- আমরা চাই এই শহিদ মিনার থেকে প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইশতেহার ঘোষণা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত যারা ৫ আগস্টে পূর্বে এবং ৫ আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন তারা একইভাবে আমাদের ৩১ ডিসেম্বর আমরা শহিদ মিনার প্রাঙ্গণে আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমরা একসঙ্গে ঘোষণা করব।
এমজে/