আট দিন পর সিলেট ফের মৃদু ভূমিকম্প অনূভূত হয়েছে। আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফা ভূমিকম্প অনূভূত হয় সিলেট।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২৯ মে একদিনে চার দফা ভূকম্পন অনুভূত হয় সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল। এর পরদিন ৩০ মে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।