পর্তুগালকে হারিয়ে যুব ইউরোর চ্যাম্পিয়ন জার্মানি

উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ শিরোপা জার্মানির। ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলল জার্মান যুবারা।

রোববার (৬ জুন) ম্যাচের একমাত্র গোলটি আসে লুকাস এনমেচার পা থেকে। ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমির এই ফরোয়ার্ড বর্তমানে লোনে বেলজিয়ান দল আন্দেরলেচেটে খেলছেন। মোট চার গোল দিয়ে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলদাতা।

সর্বোচ্চ পাঁচবার করে অনূর্ধ্ব-২১ ইউরো জিতেছে ইতালি ও স্পেন। এ নিয়ে তৃতীয় বারের মতো ফাইনালে গিয়ে হারতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরীদের। এর আগে ১৯৯৪ ও ২০১৫ সালের ফাইনালে উঠেছিল পর্তুগীজরা। অন্যদিকে ২০০৯ ও ২০১৭ সালের পর তৃতীয় শিরোপায় চুমু দিলো জার্মানি অনূর্ধ্ব-২১ দল।

পতুর্গাল যুব দল ও এফসি পর্তোর মিডফিল্ডার ফাবিও ভিয়েরা হয়েছের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img